অপূর্ণ রুবেল ঘটনাটা ২০১৮ সালের। জনপ্রিয় সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর হাসতে দেখো গাইতে দেখো গেয়ে রীতিমতো ভাইরাল নেত্রকোনার কিশোর রাফসানুল ইসলাম। ওই এক গানের পরই সবাই তাকে জুনিয়র আইয়ুব হিসেবে ডাকা শুরু করে। তার গান শুনে খোদ আইয়ুব বাচ্চুও তখন মুগ্ধ হয়ে যান। নিজের এবি কিচেনে ডেকে আনেন…